নয়াদিল্লি: চলতি আর্থিক বছরে কমবে আর্থিক বৃদ্ধির হার। সরকারি পরসংখ্যান অনুযায়ী, চলতি আর্থিক বছরে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার ৭.১ শতাংশ থাকবে। গত বছরে যা ৭.৬ ছিল। তবে, বৃদ্ধি কমার নেপথ্যে নোট বাতিল নয় বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্র।


এদিন তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের (সিএসও) প্রধান পরিসংখ্যানবিদ টি সি এ আনন্দ জানান, এই মুহূর্তে দাঁড়িয়ে নোট বাতিলের প্রভাব নিয়ে বিশ্লেষণ করা কার্যত কঠিন। কারণ, তাঁর মতে, নোট বাতিলের কোনও প্রভাব এখন ধরা পড়বে না।


গত ৮ নভেম্বর পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়া ইস্তক, বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদেরা এর কুপ্রভাব নিয়ে সময়ে সময়ে সোচ্চার হয়েছেন।


যদিও, আর্থিক বৃদ্ধির হার কমার জন্য নোট বাতিলের কোনও ভূমিকা নেই বলে সাফাই দেয় সিএসও। এদিন অনন্ত বলেন, আমরা সম্ভাবনায় বিশ্বাসী নই। আমাদের কাজ পরিসংখ্যান ভিত্তিক।


তিনি জানান, কেন্দ্রের বড় নীতি বদল হয়েছে বলে নভেম্বরে দেশজুড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া টাকা এবং ধারের হিসেব এই পরিসংখ্যানে ধরা হয়নি। তাঁর মতে, আর্থিক বৃদ্ধির হার কমার অন্যতম কারণ হল শিল্পোৎপাদনের সূচক কমে যাওয়া।