নয়াদিল্লি: চিন মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেস্তে দিলেও পুলওয়ামা সন্ত্রাসের দায় স্বীকার করা জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে উদ্যোগ নিয়েছে জার্মানি। মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী, নিষিদ্ধ তকমা দিতে ইউরোপীয় ইউনিয়নের (ই ইউ) বেশ কয়েকটি সদস্য দেশের সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে বলে কূটনৈতিক সূত্রের খবর। জার্মানির প্রস্তাবটি গৃহীত হলে ২৮ সদস্যের ই ইউ-র সন্ত্রাসবাদী তালিকায় নাম উঠবে, পাকিস্তানে আশ্রয় পাওয়া মাসুদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি হবে, বাজেয়াপ্ত হবে তার সম্পত্তি।
তবে জার্মানি ই ইউ-তে তাকে নিষিদ্ধ করার কথা তুললেও আনুষ্ঠানিক ভাবে কোনও প্রস্তাব এখনও পেশ করেনি বলে জানা গিয়েছে। সূত্রটি বলেছে, ই ইউ অন্তর্ভুক্ত ২৮টি দেশের সবাই প্রস্তাবে সম্মতি দিলেই মাসুদকে নিষিদ্ধ করা সম্ভব হবে। এসব ক্ষেত্রে ঐকমত্যের নীতির ভিত্তিতে চলে ই ইউ।
গত ১৫ মার্চ ফ্রান্স মাসুদের বিরুদ্ধে আর্থিক বিধিনিষেধ জারি করে জানায়, জইশ প্রধানের নাম সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত ব্যক্তি, সংগঠনের তালিকায় তুলতে তারা ইউরোপীয় সঙ্গী দেশগুলির সঙ্গে থাকবে।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর দায়িত্ব জয়েশ স্বীকার করার পর ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন-এই তিন দেশ একসঙ্গে মাসুদকে কালো তালিকায় ফেলে বিশ্ব জঙ্গি ঘোষণার জন্য নিরাপত্তা পরিষদের ১২৪৭ আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটিতে প্রস্তাব পেশ করে। ১৫ সদস্যের পরিষদে একমাত্র তাতে বাধা দেয় চিন, বাকি ১৪টি দেশই তা সমর্থন করে। তারপরই ফ্রান্স মাসুদের ওপর আর্থিক নিষেধ চাপায়।