সাঙ্গারেড্ডি (তেলঙ্গানা): ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে কুয়োতে ছুঁড়ে ফেলে দিল এক দুষ্কৃতী। তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় এই নৃশংস ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিবকুমারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জাহিরাবাদ ডিভিশনের ডেপুটি পুলিশ সুপার এন রবি জানিয়েছেন, নির্যাতিতা শিশুটি মান্নুপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া। বৃহস্পতিবার স্কুলের টিফিন পিরিয়ডে খাবার খেতে বাড়িতে এসেছিল সে। এরপর ফের স্কুলের দিকে রওনা দেয় সে। কিন্তু সন্ধে পর্যন্ত বাড়ি ফিরে না আসায় বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও হদিশ না পেয়ে মেয়েটির মা চারাগপল্লি থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ তদন্ত শুরু করে এবং গতকাল সকালে শিবকুমারকে গ্রেফতার করে। জেরায় অভিযুক্ত পুলিশের কাছে কবুল করেছে যে, প্রথমে সে একটি মাঠে নিয়ে গিয়ে ওই শিশুটিকে দুবার ধর্ষণ করে।এরপর মেয়েটিকে একটি কুয়োয় সে ছুঁড়ে ফেলে দেয়।
পুলিশ ওই কুয়ো থেকে শিশুটির দেহ উদ্ধার করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে কুয়োয় ছুঁড়ে ফেলল দুষ্কৃতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Oct 2017 07:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -