ছত্তরপুর: সদ্যজাত শুয়ে রয়েছে হাসপাতালে বিছানায়। ধক্-ধক্ করে কাঁপছে তার হৃদপিণ্ড। আর সেই কম্পন স্বচক্ষে দেখতে পাচ্ছেন আশেপাশের লোকজন!


কোনও অস্ত্রোপচার নয়। মধ্যপ্রদেশের কাজুরাহোতে এমন এক কন্যাশিশুর জন্ম হয়েছে, যার হৃদপিণ্ড শরীরের বাইরে রয়েছে!


চিকিৎসকরা জানিয়েছেন, প্রতি ১০ লক্ষ শিশুর মধ্যে এমন বিরল ঘটনা ৮ জনের ক্ষেত্রে ঘটে। মেডিক্যাল পরিভাষায় যাকে বলা হয়—এক্টোপিয়া কর্ডিস।


ছত্তরপুর জেলা হাসপাতালের সার্জেন আর এস ত্রিপাঠী জানান, গত ৫ তারিখ খাজুরাহো হেলথ সেন্টারে হেমলতা নামের ওই শিশুকন্যার জন্ম হয়। সে একটি বিরল কনজেনিটাল (জন্মগত) শারীরিক সমস্যায় আক্রান্ত।


অর্থাৎ, হৃদপিণ্ড অস্বাভাবিকভাবে বক্ষের বাইরে অবস্থিত। প্রথমে গ্বালিয়রের একটি হাসপাতালে শিশুকে পাঠানো হয়। পরে এইমসে স্থানান্তরিত করা হয়।


শিশুটির বাবা খাজুরাহোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। জানা গিয়েছে, ছোট্ট হেমলতার চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার।