নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পর দূরদর্শনকে একান্ত সাক্ষাতকার দিলেন যোগী আদিত্যনাথ।
এক ঝলকে দেখে নেওয়া যাক, কী কী বললেন তিনি—
- কৃষকদের জীবন সহজ ও স্বাভাবিক করার ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমরাও সেই চেষ্টা করছি।
- একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিদেশি ভাষাকে বাধ্যতামূলক করলে আখেরে লাভবান হবে পড়ুয়ারা।
- কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমন কোনও কাজকে প্রশ্রয় দেব না, যার জেরে রাজ্যে শান্তি বিঘ্নিত হয়।
- খুব শীঘ্রই স্বচ্ছভাবে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
- ৪০ দিনের মধ্যে আখ-চাষীদের ঋণ মকুব করার নির্দেশ দেওয়া হয়েছে চিনিকল মালিকদের। না হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- রাজ্যজুড়ে পাঁচ হাজার গম কেনার জায়গা তৈরি করা হবে।
- ইভ-টিজারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- অ্যান্টি রোমিও স্কোয়াড কোনও বিশেষ ধর্ম বা বর্ণের সঙ্গে জড়িত নয়।
- রাস্তা দিয়ে একসঙ্গে চলা কোনও ছেলে এবং মেয়ে ভাই-বোন হতে পারে বা বন্ধুও হতে পারে। কেউ যেন তাঁদের হেনস্থা না করে।
- অনাহারে কারও মৃত্যু হলে, জেলাশাসক দায়ী থাকবেন।
- স্বাস্থ্য পরিষেবা না মেলায় কোনও শিশুমৃত্যুর ঘটনা ঘটলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দায়ী থাকবেন।
- কসাইখানাগুলিকে বাধ্যতামূলক জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা মেনে চলতে হবে।
দেখুন সেই সাক্ষাতকার—
[embed]