রায়গড়ের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রকাশ সারবে জানিয়েছেন, জিভ কেটে ফেলার পর মেয়েটি জ্ঞান হারায়। কিন্তু জ্ঞান ফিরে পাওয়ার পরই সে প্রার্থনায় বসে।
তবে পুলিশ, জেলা প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে গেলে গ্রামবাসীরাই মেয়েটিকে হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যেতে বাধা দেয় বলে জানান তিনি। সারবের দাবি, তারা জানিয়ে দেয়, ভগবানের কৃপায় নিজে থেকেই সুস্থ হয়ে উঠবে মেয়েটি।
জানা গিয়েছে, ছোটবেলা থেকেই মেয়েটি তুকতাক, মন্ত্রতন্ত্রে বিশ্বাসী। পড়াশোনায় মন ছিল না। ক্লাস ফাইভের পরই স্কুলে যাওয়া ছেড়ে দেয় সে। গত শনিবার থেকে সে মন্দিরেই পড়ে ছিল। ঘরে ফিরতে চাইছিল না।
সারভে জানান, মেয়েটির জিভ কেটে নিবেদনের খবর ছড়িয়ে পড়ায় আশপাশের গ্রাম থেকে তাকে দর্শন করতে কাতারে কাতারে লোক সঙ্গীতারাই গ্রামের শিব মন্দিরে আসছে।