বালিয়া: স্কুলে এক শিক্ষকের চড়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠল উত্তর প্রদেশের বালিয়ায়। অভিযুক্ত শিক্ষকের নাম রজনী উপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং স্বেচ্ছায় আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অনিল কুমার।

মৃত ছাত্রীর পরিবারের লোকজনের অভিযোগ, সোমবার স্কুলে ওই শিক্ষকের মারে সংজ্ঞাহীন হয়ে পড়ে মেয়েটি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার মৃত্যু হয়েছে। এরপর তার দেহ নিয়ে স্কুলের বাইরে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মৃত ছাত্রীর পরিবারের লোকজন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।