মুম্বই: রোগ সারানোর নামে এক যুবতীকে জোর করে খাওয়ানো হল গোবর! ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্র। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় শুরু তুমুল হইচই।
মহারাষ্ট্রের লাতুর জেলার ডিএসপি বিকাশ নায়েক জানান, কলাবিভাগের প্রথম বর্ষে পড়াশোনা করা ওই ছাত্রী প্রায়ই পেটের সমস্যায় ভোগেন। এর থেকেই পরিবারের সদস্যদের আশঙ্কা, যুবতী কোনও প্রকার তন্ত্রমন্ত্রের শিকার।
এই ধারণা থেকে গত ৪ জুন যুবতীকে তারা বিডারে একটি হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যায়। একই গ্রামের বাসিন্দা আরেক মহিলা, যিনি আবার মৃগীরোগের শিকার—যোগ দেন।
অভিযোগ, সেখানে ওই যুবতীকে বেধড়ক মারা হয়। তারপর তাঁকে গোবর খেতে বাধ্য করা হয়। অভিযুক্তদের একজন গোটা ঘটনার ভিডিও নিজের মোবাইলে রেকর্ড করে।
কয়েকদিনের মধ্যে সেই ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। এমনকী, মহারাষ্ট্র পুলিশের কয়েকজন পদস্থ আধিকারিকের কাছেও পৌঁছে যায়। এরপরই, নড়েচড়ে বসে পুলিশ।
যুবতীর বাবা, হাতুড়ে চিকি চিকিৎসক সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রাথমিকভাবে কালা জাদু রোধ আইন, নবরলি রোধ আইন ও অঘোরি আইনের ধারায় মামলা রুজু করে লাতুর জেলার অন্তর্গত চাকুর থানার পুলিশ।
তন্ত্রমন্ত্র! রোগ সারানোর নামে যুবতীকে মারধর, খেতে বাধ্য করা হল গোবর
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jun 2017 07:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -