এভাবেই বাঁচে মধ্যপ্রদেশের ১৬ বছরের কিশোরী শালিনী যাদব। অদ্ভূত এক চামড়ার রোগের শিকার মেয়েটি ৪৫দিন অন্তর অন্তর সাপের মত খোলস ছাড়ে। জন্ম থেকে। প্রতি ঘণ্টায় চান করার পাশাপাশি সারা গায়ে দিনে অসংখ্যবার ময়েশ্চারাইজার লাগাতে হয়।
শালিনীর বাবা মায়ের সামর্থ্য ছিল না আজব এই রোগের চিকিৎসা করানোর। কিন্তু সৌভাগ্যক্রমে স্থানীয় মানুষ তার কথা শুনে টাকা তোলেন, হাসপাতালের সঙ্গে যোগাযোগও করেন। সেই সূত্রে স্পেনে চিকিৎসা হতে চলেছে তার।
শালিনীও স্পেনে যাওয়ার সুযোগ পেয়ে দারুণ উত্তেজিত। খুশি তার বাবা মাও। মেয়ের সুস্থ স্বাভাবিক হয়ে ওঠার সম্ভাবনার কথা জানতে পেরে হাসপাতালকে ধন্যবাদ দিচ্ছেন তাঁরা।