বেঙ্গালুরু: গত বছর যেখানে বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানি ঘটেছিল বলে অভিযোগ, সেখানে কি এ বছর একই তারিখে একই ঘটনা ঘটেছে? কারও কারও দাবি, এক মহিলাকে কাঁদতে দেখেছেন তাঁরা। কিন্তু এ ব্যাপারে মুখ খোলেননি কেউ, পুলিশে অভিযোগ জমা পড়েনি একটাও, সিসিটিভিতে প্রমাণ নেই।
গত বছর ব্রিগেড রোড ও এমজি রোডের সংযোগস্থলে গণ শ্লীলতাহানি ঘটে বলে অভিযোগ। এ বছর নাকি সেই একই জায়গায় এক মহিলাকে কাঁদতে দেখা গিয়েছে। আজ সকাল থেকে এ খবরে শহরজুড়ে ফিসফাস। চলছে জল্পনা, গত বছরেরই মত কিছু এ বছরও ঘটেছে কিনা।
কিন্তু এই দাবির কোনও প্রমাণ নেই। পুলিশে এফআইআর দায়ের হয়নি। বেঙ্গালুরু পুলিশ ব্রিগেড রোড ও এমজি রোডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে, অস্বাভাবিক কিছু তাদের চোখে পড়েনি।
গত বছরের ঘটনা এড়াতে এ বছর বছরশেষের রাত পুলিশে পুলিশে মুড়ে দেওয়া হয় বেঙ্গালুরু। রাস্তানয় নামেন কম করে ১৫,০০০ পুলিশ কর্মী। এমজি রোড, ব্রিগেড রোড ও চার্চ স্ট্রিটে বসানো হয় সিসিটিভি ক্যামেরা, ব্যবহার করা হয় ড্রোন। পাব, বার, রেস্তোঁরা- সবর্ত্র চলে কড়া পুলিশি নজরদারি।
বেঙ্গালুরুতে এ বছরের শেষ রাতেও কি শ্লীলতাহানি ঘটেছে? কেউ কেউ বলছেন, ঘটেছে, কোনও প্রমাণ নেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jan 2018 01:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -