পটনা: পাত্রের রং কালো, বেঁটেখাটো, দেখতে ভাল নয়, মানসিক সুস্থ নয়, এমন হাজারটা কারণে পাত্রীর বিয়ের পিঁড়িতে বসতে রাজি না হওয়ার ঘটনা শোনা। কিন্তু বাজ পড়ায় পাত্র অসংলগ্ন কথাবার্তা বলছে, অদ্ভূত আচরণ করছে বলে বিয়ে বাতিল? এমনই ঘটল বিহারের সরন জেলায়। সেখানকার সোনেপুর থানার চিত্রসেনপুর গ্রামের একটি মেয়ে নিজের বিয়ে ভেঙে দিয়েছে পাত্রের মুখে এ কথা শোনার পর যে, সে বাজ পড়লে ভয় পায়। পাত্রীর বাড়ির কাছে একটি মাঠে দুদিন আগে বাজ পড়ার পর ছেলেটি নাকি উদ্ভট আচরণও করতে থাকে।

পাত্রীর সিদ্ধান্তে ছেলেটির পরিবারের লোকজন হতবাক হয়ে যান। কারণ বিয়ের কিছু আচার-রীতি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। তাঁরা পাত্রীর নিন্দা করলে উল্টো দিক থেকেও আপত্তি ওঠে। এ নিয়ে দুপক্ষের বিবাদ হাতাহাতিতে পরিণত হয়।
এক পুলিশ অফিসার বলেছেন, বিদ্যুত্ চমকের পর পাত্র এমন করতে থাকেন যেন তিনি খুব ভয় পেয়ে গিয়েছেন। পাত্রী প্রকাশ্যেই জানিয়ে দেন, পাত্রের আচরণ স্বাভাবিক নয়, তাঁকে তিনি বিয়ে করতে পারবেন না।
স্থানীয় থানার ওসি জানান, পাত্রীপক্ষের তিনজনকে গ্রেফতার করা হয়েছে ছেলের বাড়ির লোকজনের ওপর হামলার অভিযোগে।