থানে: নিজের বাড়িতেই ডাকাতি! আর লুঠ করা টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পটের পরিকল্পনা! যাতে লুঠের টাকা দিয়েই ভবিষ্যতের খরচ চালিয়ে নেওয়া যায়।
অভিনব এরকমই এক ঘটনার কথা সামনে এসেছে সম্প্রতি মহারাষ্ট্রের থানেতে। এক মহিলার অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযোগকারিনীর মেয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দেওয়ার আগে নিজের বাড়িতেই ডাকাতি করেছে!
গত ২৩ জুলাই এক ওষুধের দোকানের মালকিন এক মহিলা পুলিশের দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন যে, তাঁর বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা নগদ টাকা ও সোনা ও রুপোর গয়না-সহ মোট ১৩ লক্ষ ২১ হাজার টাকার জিনিসপত্র নিয়ে পালিয়েছে। ভিওয়ান্ডির ডেপুটি পুলিশ কমিশনার (জোন ২) রাজকুমার শিন্ডে পরে সাংবাদিকদের সে কথা জানান। অভিযুক্ত ডুপ্লিকেট চাবি দিয়ে ভিওয়ান্ডি টাউনশিপের অন্তর্গত কামতগড়ে ওই বাড়িতে ঢুকেছে এবং রান্নাঘরে একটি বাক্সে রাখা সমস্ত মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে বলে জানা যায়।
তদন্ত শুরু করে নার্পোলি থানার পুলিশ। তারা জানতে পারে যে, অভিযোগকারিনীর ২১ বছর বয়সী মেয়ে নিজেই তার প্রেমিক প্রতীক তুষার লালের হাতে নগদ অর্থ ও সমস্ত মূল্যবান সামগ্রী তুলে দিয়েছে। তদন্তে জানা যায়, প্রতীকের বয়সও ২১ বছর। দুজনই পড়ুয়া। পরিকল্পনা করেই ডাকাতির ঘটনাটা সাজিয়েছিল। অভিযুক্ত ওই ছাত্রী তার প্রেমিক প্রতীকের সঙ্গে বিয়ে করতে চায় আর তার সঙ্গে পালানোর জন্যই এই পরিকল্পনা বলে জানতে পারেন তদন্তকারীরা। দিলীপ সৌন্দানে নামের এক বন্ধুর সাহায্যও নেয় ওই যুগল। সমস্ত টাকা ও গয়নাগাটি পাশের একটি গ্রামে রেখে আসে তারা। পুলিশ মোট ৮ লক্ষ ৯৬ হাজার টাকার সামগ্রী ও নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে। প্রতীক ও দিলীপকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত ছাত্রী আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে পড়াশোনা করছে। সে পরীক্ষায় দুবার অনুত্তীর্ণ হয়। তাকে এখনও গ্রেফতার করা যায়নি।
প্রেমিকের সঙ্গে পালানোর ছক কষে নিজের বাড়িতেই ‘ডাকাতি’ ছাত্রীর, ধৃত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jul 2020 04:38 PM (IST)
অভিনব এরকমই এক ঘটনার কথা সামনে এসেছে সম্প্রতি মহারাষ্ট্রের থানেতে। এক মহিলার অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযোগকারিনীর মেয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দেওয়ার আগে নিজের বাড়িতেই ডাকাতি করেছে!
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -