চেন্নাই: চেন্নাইয়ে ১৭ জনের যৌন নির্যাতনের শিকার হওয়া ১১ বছর বয়সি শ্রবণশক্তিহীন মেয়েটির ২৪ ঘণ্টার মধ্যে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। প্রধান বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি পি টি আশাকে নিয়ে গঠিত ফার্স্ট বেঞ্চে ওই নাবালিকার যৌন নির্যাতন এবং রাশিয়ার এক পর্যটকের ধর্ষণের কথা উল্লেখ করেন আইনজীবী সূর্যপ্রকাশম ও ‘চেঞ্জ ইন্ডিয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা পদম নারায়ণ। এর পরিপ্রেক্ষিতেই মেয়েটির কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দিল আদালত।


পদম অভিযোগ করেন, পকসো আইন অনুসারে এফআইআর দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে শিশু কল্যাণ কমিটিকে এই ঘটনার কথা জানানো উচিত ছিল পুলিশের। কিন্তু চারদিন পরেও শিশু কল্যাণ কমিটি ও রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন জানে না মেয়েটি কোথায় আছে। এক্ষেত্রে পুলিশ নিয়ম লঙ্ঘন করছে। অথচ মেয়েটির মানসিক কাউন্সেলিং, চিকিৎসা, যন্ত্রণার উপশম ও পুনর্বাসন দরকার। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে প্রধান বিচারপতি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে শিশু কল্যাণ কমিটির মাধ্যমে মেয়েটির কাউন্সেলিং করাতে হবে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে।