লখনউ:  মাফিয়া ডনই হোক বা ছুটকো অপরাধী-জেলে সবার সঙ্গে একই ব্যবহার করতে হবে। কারুর জন্য বিশেষ কোনও বন্দোবস্ত থাকবে না। সবাইকে একই খাবার দিতে হবে। এমনই নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

গতকাল রাতে রাজ্যের স্বরাষ্ট্র, ভিজিল্যান্স ও জেল দফতরের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জেলে কোনও কোনও বন্দীকে বিশেষ সুযোগসুবিধা দেওয়ার খবর মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে। কোনও কোনও মাফিয়া ডন জেলে বিশেষ খাবার, বিছানা, এমনকি সেলফোন ব্যবহারেরও সুযোগ পায় বলে বিভিন্ন সময়েই অভিযোগ উঠেছে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই যোগীর নির্দেশ, কোনও বন্দীর ক্ষেত্রেই বাছবিচার চলবে না। সবাইকে একই খাবার দিতে হবে- সে মাফিয়া ডনই হোক বা ছুটকো অপরাধী। জেলে মোবাইল ফোন জ্যামার বসাতেও বলেছেন মুখ্যমন্ত্রী।

জেলে বন্দী কুখ্যাত কোনও অপরাধীকে বিশেষ সুবিধা দেওয়া হলে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন যোগী।