নয়াদিল্লি: যাঁরা স্ত্রীর জন্য শৌচাগার বানাতে পারেন না, তাঁদের স্ত্রীকে বিক্রি করে দেওয়া উচিত। শৌচাগারের প্রয়োজনীয়তা নিয়ে বলতে গিয়ে মুখ ফসকে এমনই বেফাঁস মন্তব্য করেছেন বিহারের ঔরঙ্গাবাদের জেলা শাসক কানওয়াল তনুজ। ঔরঙ্গাবাদের জামহোর গ্রামে স্বচ্ছতা সংক্রান্ত সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন তিনি।

অথচ জেলা শাসক শুরুটা ঠিকই করেছিলেন। তিনি বলছিলেন, শৌচাগার না থাকায় মেয়েদের বাইরে যেতে হচ্ছে, তাঁরা হেনস্থার শিকার হচ্ছেন, অনেক সময় ধর্ষিতা হচ্ছেন। অথচ মাত্র ১২,০০০ টাকা দিলেই একটা শৌচাগার হয়ে যায়। বলুন তো, ১২,০০০ টাকা কি কারও স্ত্রীর সম্মানের থেকে বেশি? ১২,০০০ টাকার বিনিময়ে কেউ কি নিজের স্ত্রীকে ধর্ষিতা হতে দেবে?

এর মধ্যে একজন বলেন, তাঁর কাছে শৌচাগার তৈরির ১২,০০০ টাকাও নেই। এরপরেই রেগে আগুন জেলা শাসকের মন্তব্য, যদি এই তোমার মানসিকতা হয়, যাও বউকে বেচে দাও। যাদের শৌচাগার তৈরির ক্ষমতা নেই, তাদের নিজেদের স্ত্রীকে বিক্রি করা বা নিলামে তুলে দেওয়া ভাল।

তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

দেখুন সেই ভিডিও