Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
অধিগ্রহণ থেকে নিজেদের জমি বাঁচাতে আমদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে গোদরেজ শিল্পগোষ্ঠী
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jul 2018 04:51 PM (IST)
মুম্বই: নরেন্দ্র মোদীর সাধের বুলেট ট্রেন প্রকল্পে জমি অধিগ্রহণের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে গোদরেজ শিল্পগোষ্ঠী। তাদের দাবি, আমদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের বর্তমান চেহারায় শহরতলি ভিখরৌলিতে তাদের বেশ কিছুটা জমি অধিগ্রহণের কবলে চলে যাবে। তাই প্রকল্পের এখনকার চেহারা বদলাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দিক যাতে তাদের পরিকাঠামো সংক্রান্ত সংস্থা গোদরেজ কনস্ট্রাকশনের প্রায় ৮.৬ একর জমি বুলেট ট্রেন প্রকল্পের আওতার বাইরে থাকে।
বুলেট ট্রেন প্রকল্পের বর্তমান নকশা অনুযায়ী মুম্বই, আমদাবাদের মধ্যে মোট ৫০৮.১৭ কিমি দীর্ঘ রেলপথের প্রায় ২১ কিমি থাকবে মাটির তলায়। ভূগর্ভস্থ সুড়ঙ্গের এন্ট্রি পয়েন্টগুলির একটি পড়ছে ভিখরৌলিতে গোদরেজ কনস্ট্রাকশনের ওই জমির ওপর।
এতে আপত্তি তুলে গত মাসে পিটিশন দিয়েছে গোদরেজ গোষ্ঠী। ৩১ জুলাই বম্বে হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চে তার শুনানি হওয়ার কথা।
গুজরাতের চার কৃষকও তাঁদের রাজ্যের হাইকোর্টে বুলেট ট্রেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে পিটিশন দিয়েছেন। বিরোধিতা করেছেন মহারাষ্ট্রের চাষিরাও।
গত বছর আমদাবাদে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ওই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশের এই প্রথম বুলেট ট্রেন ছুটবে ঘন্টায় সর্বোচ্চ ৩৫০ কিমি গতিতে, যার ফলে মুম্বই ও আমদাবাদের দূরত্ব পেরতে সাত ঘন্টার বদলে লাগবে তিন ঘন্টা। ১২টি স্টেশনে থামবে ট্রেন, এর মধ্যে চারটি মহারাষ্ট্রের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -