নয়াদিল্লি: শাসক-বিরোধী তরজায় কার্যত অচল ছিল গোটা বাজেট অধিবেশন। থমকে গিয়েছে বহু বিল। নষ্ট হয়েছে সময়। আগামী জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন।


এই পরিস্থিতিতে সংসদ সচল রাখতে শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে সাক্ষাত করলেন কেন্দ্রীয় সংসদ-বিষয়ক প্রতিমন্ত্রী পীযূষ গয়াল। সংসদের স্বাভাবিক কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, প্রবীণ কংগ্রেস নেতার দ্বারস্থ হয়ে তাঁর দলের সহযোগিতার আর্জি জানালেন তিনি।


প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। চলবে ১০ অগাস্ট পর্যন্ত। মোদী সরকারের কাছে আসন্ন অধিবেশন  অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে তিন তালাক বিল সহ বহু গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা।


গয়ালের দাবি, এই প্রেক্ষিতে বিরোধীদের সহযোগিতা পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানান, তিনি কংগ্রেসের প্রতিনিধি স্বরূপ মনমোহন সিংহের কাছে বাদল অধিবেশনের সুষ্ঠু পরিচালনার জন্য আহ্বান করেন।


গয়াল জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর আর্জিতে সাড়া দিয়েছেন। বিরোধী দলগুলির উদ্দেশ্যে সরকার যে আহ্বান করার উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন মনমোহন। বলেছেন, সংসদ যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, তার জন্য সরকার ও বিরোধী—উভয়পক্ষকেই দায়িত্ব নিতে হবে।


গত অধিবেশন কার্যত ভেস্তে গিয়েছে স্মরণ করে এদিন পরিসংখ্যান পেশ করেন গয়াল জানান, লোকসভায় কাজ হয়েছে ৪ শতাংশ এবং রাজ্যসভায় ৮ শতাংশ। তিনি বলেন, বাদল অধিবেশনে ১৮ দিন বসবে সংসদ। লোকসভায় ৬৮টি বিল পেশ করা হবে, যার মধ্যে ১২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, রাজ্যসভায় ৪০টি বিল পেশ করা হবে, যার মধ্যে ৯টি গুরুত্বপূর্ণ।


গয়ালের মতে, এটা একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ তোলার সময় নয়। উভয় পক্ষেপ উচিত একসঙ্গে কাজ করে সংসদীয় অধিবেশনকে সফল করে তোলা। তিনি জানান, একই আহ্বান নিয়ে অন্যান্য বিরোধী দলের সঙ্গেও কথা বলবেন তিনি।


সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানান, তিন তালাক বিল লোকসভায় পাশ হলেও আটকে রয়েছে রাজ্যসভায়। সেটি পাশ করানোই এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে কেন্দ্রীয় সরকার। এছাড়া, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিদের জন্য জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা, মেডিক্যাল শিক্ষার জাতীয় কমিশন বিল এবং রূপান্তরকামী বিলও পেশ করা হবে। পাশাপাশি, ৬টি অর্ডিন্যান্সও পেশ করা হবে।