নয়াদিল্লি: বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী কর্মীদের জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। এখন থেকে আর রি-ইমবার্সমেন্টের উপর জিএসটি ধার্য করা হবে না বলে জানিয়ে দেওয়া হল। ফলে সুবিধা হবে সংশ্লিষ্ট কর্মীদের। এর আগে শোনা গিয়েছিল, অপ্রত্যক্ষ আয়কে জিএসটি-র আওতার বাইরে রাখার কথা ভাবছে কেন্দ্র। তবে এখন জানা গেল, জিএসটি-র বাইরে থাকছে রি-ইমবার্সমেন্ট।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িভাড়া, ফোনের বিল, অতিরিক্ত স্বাস্থ্যবিমার প্রিমিয়াম, স্বাস্থ্য পরীক্ষা, গাড়ি, জিম, পেশার জন্য প্রয়োজনীয় পোশাক, বিনোদনের মতো খরচের ক্ষেত্রে রি-ইমবার্সমেন্ট জিএসটি-র আওতার বাইরে থাকছে।
সম্প্রতি অথরিটি অফ অ্যাডভান্সড বুকিং জানায়, বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী কর্মীদের ক্যান্টিনে খাওয়ার খরচের উপরেও জিএসটি ধার্য করা হচ্ছে। এটা হওয়া উচিত নয়। এরপরেই রি-ইমবার্সমেন্টকে জিএসটি-র বাইরে রাখা নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার পর জিএসটি কাউন্সিল রি-ইমবার্সমেন্টের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে থাকা সংস্থা অথরিটি অফ অ্যাডভান্স রুলিং জিএসটি-র বিষয়ে বিভিন্ন সুপারিশ করে। তবে জিএসটি কাউন্সিল সেই সিদ্ধান্ত মানতে বাধ্য নয়।
বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী কর্মীদের জন্য সুখবর, জিএসটি-র আওতায় থাকছে না রি-ইমবার্সমেন্ট
Web Desk, ABP Ananda
Updated at:
19 Apr 2018 04:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -