চণ্ডীগড়: পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের দাবি মেনে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল ভারত-বিরোধী ‘২০২০ শিখ গণভোট’ নামে একটি মোবাইল অ্যাপ। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে আর ওই অ্যাপটি দেখতে পাচ্ছেন না।

ওই অ্যাপে সাধারণ মানুষকে ‘পঞ্জাব গণভোট ২০২০ খলিস্তান’-এর পক্ষে ভোট দেওয়ার জন্য নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হচ্ছিল। একই উদ্দেশ্যে একটি ওয়েবসাইটও চালু করা হয়। গুগল প্লে স্টোর থেকে সংশ্লিষ্ট অ্যাপটি সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে ৮ নভেম্বর তথ্য-প্রযুক্তি আইনের ৭৯ (৩) বি ধারায় নোটিস পাঠায় ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফ পঞ্জাবের সাইবার ক্রাইম সেন্টার। সংশ্লিষ্ট অ্যাপ ও ওয়েবসাইটটি ভারতে বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়। সেই দাবি মেনে নিয়েছে গুগল।