সবচেয়ে তাত্পর্য্যপূর্ণ যে, জেডি(ইউ) এদিনের বৈঠকে উপস্থিত ছিল। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি (ইউ) বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকেই সমর্থন করেছে। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী বাছাইয়ের বৈঠকে হাজির ছিলেন জেডি-ইউ নেতা শরদ যাদব। বৈঠকে বিরোধীরা সর্বসম্মতভাবে মহাত্মা গাঁধীর নাতিকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে।
বৈঠকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সিপিএমের সীতারাম ইয়েচুরি, তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা, সপা-র নরেশ আগরওয়াল ও বিএসপি-র সতীশ চন্দ্র মিশ্র উপস্থিত ছিলেন।
বৈঠকের শেষে সনিয়া বলেন, ১৮ টি বিরোধী দল সর্বসম্মতভাবে গোপালকৃষ্ণ গাঁধীকে প্রার্থী হিসেবে গ্রহণ করেছে। আমরা তাঁর সঙ্গে কথা বলেছি। তিনি বিরোধীদের যৌথ প্রার্থী হতে রাজি হয়েছেন।
১৮টি বিরোধী দল একযোগে তাঁকে উপনির্বাচন পদে প্রার্থী ঠিক করায় তাদের প্রশংসা করেছেন গোপালকৃষ্ণও। একমাত্র তাঁর নাম নিয়েই আলোচনা হয়েছে বিরোধী দলগুলির বৈঠকে।
গোপালকৃষ্ণ বিরোধী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, যে গুরুত্ব সহকারে আমাকে মনোনীত করা হয়েছে, সেই একই গুরুত্ব দিয়ে তাকে গ্রহণ করছি। বিরোধীরা যে ঐক্য, বিশ্বাসের জোর নিয়ে আমাকে উপ রাষ্ট্রপতি নির্বাচনে আমাকে তাঁদের প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন, তাকে স্বাগত জানাই।
গোপালকৃষ্ণ গাঁধীকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ট্যুইট বার্তায় মমতা লিখেছেন, গোপালকৃষ্ণ গাঁধীর বিশ্বযোগ্যতাই তাঁর সম্পদ।
আগামী ৫ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। গণনা হবে ওই দিনই।