গোরক্ষপুর: গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে ফের শিশুমৃত্যু! জানা গিয়েছে, গত তিনদিনে এই হাসপাতালে এনসেফ্যালাইটিসে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত শিশুর সংখ্যা ৭০ ছুঁল।


একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় জেরবার বিআরডি হাসপাতাল। ইতিমধ্যেই, ‘ড্যামেজ কন্ট্রোল’ হিসেবে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু, তাতেও যে কাজের কাজ কিছুই হয়নি, এই ৬ শিশুর মৃত্যু তার জলজ্যান্ত প্রমাণ।


হাসপাতালের অতিরিক্ত অধিকর্তা জানান, নতুন মৃত্যুগুলি ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যে হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, যে শিশুগুলি মারা গিয়েছে, তারা সকলেই এনসেফ্যালাইটিসে আক্রান্ত ছিল। হাসপাতাল আরও জানিয়েছে, এই সময়ে ২১ জন এনসেফ্যালাইটিস রোগী সেখানে ভর্তি হন। বর্তমানে ৭৫ এনসেফ্যালাইটিস রোগীর চিকিৎসা চলছে।


প্রসঙ্গত, গত এক সপ্তাহে বিআরডি হাসপাতালে প্রায় ৬৩ শিশুর মৃত্যু হয়। অভিযোগ, অক্সিজেনের সরবরাহ বন্ধ হওয়ার ফলেই অধিকাংশ শিশুর মৃত্যু হয়েছে। যদিও, সেই অভিযোগ খারিজ কর দেয় উত্তরপ্রদেশ প্রশাসন। তাদের পাল্টা দাবি, বেশির ভাগ শিশু এনসেফ্যালাইটিসে আক্রান্ত ছিল।


শিশুমৃত্যুর ঘটনায় প্রবল চাপে পড়ে যায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন রাজ্য প্রশাসন। হাসপাতালে নিজে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। হাসপাতালের এনসেফ্যালাইটিস বিভাগের প্রধান চিকিৎসককে অপসৃত করে যোগী আদিত্যনাথ প্রশাসন।


এই ঘটনার দায় নিয়ে আদিত্যনাথের পদত্যাগ করা উচিত বলে দাবি করে কংগ্রেস। একইসঙ্গে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিংহের পদত্যাগের দাবিও তোলে তারা। লখনউয়ে এদিন প্রতিবাদ বিক্ষোভে সামিল হন উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস প্রধান রাজ বব্বর সহ একাধিক কং নেতা। পরে, তাঁদের গ্রেফতার করা হয়।