গুয়াহাটি: ক্যানসারের মত ব্যাধি বা প্রাণঘাতী দুর্ঘটনা কেন ঘটে জানেন? আর কিছুই না, কর্মের ফল। পাপ করেছেন, ফল তো পাবেনই। কার্য কারণ সম্পর্কের এমনই ‘অকাট্য’ উদাহরণ দিয়েছেন অসমের ডাকাবুকো স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

এক সমাবেশে হিমন্ত বলেছেন, আমরা পাপ করলে ভগবান আমাদের শাস্তি দেন। অনেক সময় দেখি, কোনও তরুণ ক্যানসারে আক্রান্ত বা কেউ দুর্ঘটনায় পড়েছে। যদি আগের সব কিছু খতিয়ে দেখেন, তবে বুঝবেন এ কিছুই না, স্রেফ ডিভাইন জাস্টিস বা ভগবানের বিচার। এর মুখোমুখি তো হতেই হবে।

এ জন্মেই থেমে না থেকে এবার পূর্বজন্মে চলে যান হিমন্ত। বলেন, এ জন্মে অথবা গত জন্মে বা বাবা, মা... কেউ এমন নিশ্চয়ই কিছু করেছেন যা ভুল। যার ফল ওই তরুণকে ভুগতে হচ্ছে। এতে দুঃখ পাওয়ার কিছু নেই... যাবতীয় কর্মের ফল এই জীবনেই চুকিয়ে দিতে হয়। ভগবানের মারের হাত থেকে কেউ বাঁচতে পারবে না।

তাঁর মন্তব্য সামনে আসার সঙ্গে সঙ্গে নানা মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়। অসম কংগ্রেস টুইট করে বলে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ধারণা, ক্যানসারের কারণ পাপ। যে সব পরিবার তাঁদের আপনজনদের এই রোগে হারিয়েছেন, তাঁদের উচিত, তাঁকে রাজনৈতিক ও আইনগতভাবে যোগ্য জবাব দেওয়া।

[embed]https://twitter.com/INCAssam/status/933363453871341569[/embed]

কংগ্রেসের পি চিদম্বরমও বলেন, দল ছাড়লে একজনের কী পরিবর্তন আসতে পারে তার প্রমাণ হিমন্তের এই মন্তব্য।

[embed]https://twitter.com/PChidambaram_IN/status/933340495069220864[/embed]

প্রসঙ্গত, ২০১৫-য় কংগ্রেস ছেড়ে হিমন্ত বিশ্বশর্মা বিজেপিতে যোগ দেন।

চিদম্বরমের টুইটের জবাবে হিমন্ত টুইট করে দাবি করেন, তিনি শুধু বলতে চেয়েছিলেন, হিন্দু ধর্ম কর্মফলে বিশ্বাসী, গত জন্মের কর্মের সঙ্গে এ জন্মের দুঃখ যন্ত্রণার সম্পর্ক রয়েছে, এর বেশি কিছু নয়।

[embed]https://twitter.com/himantabiswa/status/933365188140580864[/embed]

অসমের সরকার ক্যানসার হাসপাতাল ডক্টর বি বড়ুয়া ক্যানসার ইনস্টিটিউটের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট অবশ্য শর্মার মন্তব্যকে বিশেষ গুরুত্ব দেননি। তিনি বলেছেন, মন্ত্রী সম্ভবত বৈজ্ঞানিক দিক থেকে উক্তিটি করেননি, করেছেন সামাজিক নিরিখে। এ নিয়ে বিতর্কের কিছু নেই।