নয়াদিল্লি: করোনা প্রকোপে লকডাউনে দেশ। বেহাল অর্থনীতি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত।  কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রস্তাব পাঠানো হয়েছে।  মার্চেই মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা।  জুলাই ২০২০ ও জানুয়ারি ২০২১, পরবর্তী এই দুই কিস্তির মহার্ঘভাতা আপাতত দেওয়া হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর।


একটি প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, “কোভিড-১৯-এর এই মহাসঙ্কটে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা  এখনই দেওয়া হবে না। চলতি বছরের জানুয়ারি থেকে বকেয়া মহার্ঘ ভাতা ও  পেনশন এখনই দেওয়া হবে না, তা স্থগিত থাকবে।” তবে অতীতের ভাতা ও পেনশন মিটিয়ে দেওয়া হবে বলেই সরকারি সূত্রে খবর।


দেশে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন। পেনশনার রয়েছেন ৬৫ লক্ষ। এঁদের জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয় ১৪ হাজার ৫০০ কোটি টাকা। সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, পেনশনারদের ২০ শতাংশ  টাকা কেটে নেওয়া হবে বলে যে খবর প্রকাশিত হয়েছে তাও ভুয়ো। সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।