নয়াদিল্লি: অসমের পর পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) আপডেট করার প্রক্রিয়া চালু হতে চলেছে কিনা, সংসদে এই প্রশ্নের সরাসরি জবাব এড়াল কেন্দ্র। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার নির্দল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে প্রশ্ন করেন আজ। অসমের পাশাপাশি প্রতিবেশী পশ্চিমবঙ্গেও এনআরসি সময়োপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, জানতে চান তিনি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই তার জবাব না দিয়ে লিখিত বক্তব্যে বলেন, ১৯৫৫-র নাগরিকত্ব আইনের ধারা ও ২০০৩ এর নাগরিকত্ব নিয়মবিধির ৪ এ (৪) অনুচ্ছেদে  নির্ধারিত ধারায় শুধুমাত্র অসমে এনআরসি প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশের ধাক্কা সামলাতে অসমে বেআইনি বাসিন্দাদের চিহ্নিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি প্রক্রিয়া চলছে। গত বছর বেরনো প্রথম খসড়া এনআরসি-তে ৪০ লক্ষের বেশি বাসিন্দার নাম বাদ পড়া নিয়ে জোর বিতর্ক হয়। মোট ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে খসড়ায় নাম রয়েছে ২.৯ কোটির। চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশ হবে ৩১ জুলাই।

এদিকে কর্নাটকের বিজেপি এমপি তেজস্বী সূর্য কেন্দ্রের কাছে দাবি করলেন,  বেঙ্গালুরু সহ গোটা কর্নাটকের নিরাপত্তার সামনে বড় বিপদ হয়ে ওঠা বেআইনি বাংলাদেশীদের মোকাবিলায় ওই রাজ্যেও এনআরসি চাই। তিনি জিরো আওয়ারে প্রসঙ্গটি তুলে বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ব্যাপক সংখ্যায় গোটা কর্নাটক, বিশেষত বেঙ্গালুরুতে ঢুকেছে। এরা শুধু নিরাপত্তার সামনে নয়, অর্থনীতির ওপরও বিরাট বোঝা, কেননা স্থানীয় লোকজনের কাজে থাবা বসাচ্ছে এরা। সুতরাং কর্নাটকে বেআইনি ভাবে বসবাসকারী বাংলাদেশি খুঁজে বের করতে এনআরসি তৈরি হোক।