সিবিডিটি সর্বোচ্চ আদালতকে জানিয়েছে যে, ওই সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে আয়কর দফতর প্রাথমিক তদন্ত করেছে। এতে দেখা গিয়েছে যে, ওই সাংসদের সম্পদের পরিমাণ ‘বিপুল’ বৃদ্ধি পেয়েছে। আর বিধায়কদেরও সম্পত্তির পরিমাণও ‘অনেকটাই’ বেড়ে গিয়েছে।
উল্লেখ্য, লোকসভার ২৬ জন সাংসদ, রাজ্যসভার ১১ জন সাংসদ এবং ২৫৭ জন বিধায়কের সম্পদ তাঁদের নির্বাচনী হলফনামায় উল্লেখিত পরিমাণের তুলনায় একলাফে অনেকটা বেড়ে গিয়েছে বলে অভিযোগ করে লখনউয়ের একটি এনজিও। এই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত চালানো হয়।
সিবিটিডি আদালতকে আরও জানিয়েছে যে, আরও নয়জন লোকসভা সাংসদ, ১১ জন রাজ্যসভা সাংসদ ও ৪২ জন বিধায়কের সম্পত্তির প্রাথমিক পর্যালোচনা চলছে।