নয়াদিল্লি: কট্টর মৌলবাদী বলে পরিচিত যে ভারতীয় ধর্ম প্রচারকের ‘উগ্র’ টিভি-ভাষণ শুনে বাংলাদেশের গুলশনের সন্ত্রাসবাদী হামলা চালানো সন্দেহভাজন জঙ্গিদের একজন অনুপ্রাণিত হয়েছিল বলে দাবি করা হচ্ছে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।


জাকির নায়েক নামে ওই বিতর্কিত ইসলাম প্রচারকের ভাষণ আমাদের কাছে উদ্বেগের ব্যাপার, মন্তব্য করেছেন তিনি। বলেছেন, আমাদের এজেন্সিগুলি এ নিয়ে এগচ্ছে। তবে কী পদক্ষেপ করা হচ্ছে, তা আমি বলব না।

 

গত শুক্রবার ঢাকার কূটনীতিক জোনের হোলি আর্টিজেন কাফে রেস্তোরাঁয় হামলা চালিয়ে ২০ পণবন্দি সহ ২২ জনকে গলা কেটে বা গুলি করে হত্যা করে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

বাংলাদেশের ‘ডেইলি স্টার’ সংবাদপত্রের খবর, গুলশনের হামলায় যোগ দেওয়া, আওয়ামি লিগ নেতার ছেলে রোহন ইমতিয়াজ ফেসবুকে নায়েকের উগ্র ভাষণকে উদ্ধৃত করে গত বছর ফেসবুকে জোর প্রচার করেছিল রোহন। আন্তর্জাতিক ইসলামিয় চ্যানেল পিস টিভি-তে দেওয়া ভাষণে সব মুসলিমকে সন্ত্রাসবাদী হওয়ার ডাক দিয়েছেন নায়েক, এমনই অভিযোগ। বাংলাদেশে বিপুল জনপ্রিয় এই প্রচারকের ভাষণ তাতিয়ে দিয়েছে গুলশন কাণ্ডের সন্দেহভাজনকে, তবে কি তাঁর বিরুদ্ধে ভারতে ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্ন উঠেছে।

 

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া আছে ভারতের, বিশেষ করে সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতার ইস্যুতে, জানান রিজিজু। বলেন, গভীর সমন্বয়, বোঝাপড়া গড়ে একযোগে লড়াই করেই সন্ত্রাসবাদকে পরাস্ত করা সম্ভব।