নয়াদিল্লি: বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করায় মুকেশ অম্বানির রিলায়েন্স জিও ইনফোকম, পেটিএমকে নোটিস দিল কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক। ১৯৫০ সালের প্রতীক ও নামের অপব্যবহার রোধ আইনে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহারের অনুমতি নেই। এই আইনের আওতায় মুকেশের সংস্থা, পেটিএমকে নোটিস পাঠিয়েছে মন্ত্রক। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের মানমর্যাদা রক্ষার বিষয়টি তারা দেখভাল করে।
সংশ্লিষ্ট আইনে নিয়ম ভেঙে ব্যবসায়িক স্বার্থে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির নাম, ছবি ব্যবহার করলে ন্যূনতম আর্থিক জরিমানা হয়ে থাকে। তবে প্রধানমন্ত্রীর নামের অপব্যবহার করা হলে বা সেজন্য কেউ দোষী সাব্যস্ত হলে সামগ্রিকভাবে দেশের সুনাম নষ্ট হয়। এক্ষেত্রে ওই দুই সংস্থার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে, প্রশ্ন করা হলে ওই মন্ত্রকের সচিব হেম পান্ডে সংবাদ সংস্থাকে বলেন, আগে ওদের জবাব খতিয়ে দেখি।
পিটিআই জানাচ্ছে, পেটিএম এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে চায়নি। রিলায়েন্স জিওকে ইমেল পাঠিয়ে বক্তব্য জানতে চাওয়া হলেও জবাব আসেনি।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর নীল জ্যাকেট পরা ছবি সহ জিও ফোর জি পরিষেবার বিজ্ঞাপন দেয়, যা দেশের প্রায় সব প্রথম সারির সংবাদপত্রে ছাপা হয়েছিল। ওই পরিষেবাকে মোদী সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টের প্রতি উত্সর্গ করে তারা। পেটিএমও গত ৮ নভেম্বর সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর তাকে স্বাগত জানিয়ে মোদীর মুখ সহ বিজ্ঞাপন দেয়। সরকারের পদক্ষেপের ফলে তাদের মতো ই ওয়ালেট সংস্থাগুলির কারবার ফুলেফেঁপে ওঠার পরিস্থিতি তৈরি হয়।
সূত্রের খবর, জিও মোদীর ছবি বিজ্ঞাপনে লাগানোর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মৌখিক অনুমতি নিয়েছিল, যদিও লিখিত সম্মতি ছিল না।
বিজ্ঞাপনে মোদীর ছবি: রিলায়েন্স জিও, পেটিএমকে নোটিস কেন্দ্রের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Feb 2017 08:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -