বেসরকারি ক্ষেত্রে কর্মরত মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ জানানোর জন্য অনলাইন পোর্টাল
Web Desk, ABP Ananda | 07 Nov 2017 09:06 PM (IST)
নয়াদিল্লি: বেসরকারি ক্ষেত্রে কর্মরত মহিলারা কাজের জায়গায় যৌন হেনস্থার শিকার হলে যাতে অনলাইনে অভিযোগ জানাতে পারেন, সেজন্য একটি পোর্টাল চালু করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গাঁধী। মানেকার মন্ত্রকের ওয়েবসাইটে থাকবে সি-বক্স 'SHe-box' (যৌন হেনস্থা ইলেকট্রনিক বক্স) নামাঙ্কিত পোর্টালটি। মহিলাদের উদ্দেশ্যে নোংরা ভাষা, কুরুচিকর জোকসও যৌন হেনস্থার মধ্যে পড়বে বলে জানান মানেকা। গত জুলাইয়ে মানেকার মন্ত্রক সরকারি মহিলা কর্মীদের জন্য যৌন হয়রানির অভিযোগ জানানোর মেকানিজমটি চালু করেছিল। এবার বেসরকারি সংস্থার মহিলাদেরও সেই সুযোগ দেওয়া হচ্ছে। মানেকা বলেন, সরকারি ক্ষেত্রে কর্মরত মহিলাদের থেকে ৩৪৬টি যৌন হেনস্থার অভিযোগ এসেছে। এমন ভাল সাড়া মেলার পর দেশে যে কোনও ক্ষেত্রের মহিলা কর্মীদের জন্য যৌন হেনস্থার অভিযোগ পেশ করার সি-বক্স চালু করছি। হলিউডের পরিচালক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে ট্যুইটারে শুরু হওয়া #MeToo অভিযানের ব্যাপারে মানেকা বলেন, সারা বিশ্বে ভারতই প্রথম দেশ যেখানে সরকারি স্তরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানেকার মন্ত্রকের অধীনস্থ একটি সেল অনলাইনে পেশ হওয়া প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অভিযোগ সংক্রান্ত কমিটিকে জানাবে। কর্মস্থলে যৌন হেনস্থা রোধ সংক্রান্ত ২০১৩র আইনে এ ধরনের কমিটি গঠন বাধ্যতামূলক। অভিযোগকারিণীও তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা মনিটর করতে পারবেন।