বেঙ্গালুরু: ১৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঔপনিবেশিক আমলের সোনার খনি নতুন করে খোলার পরিকল্পনা নিচ্ছে সরকার। প্রায় দুশো কোটি ডলার মূল্যের সোনা ওই খনিতে রয়েছে বলে অনুমান। সোনার আমদানিতে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। এই অবস্থায় বাণিজ্যিক ঘাটতি কাটানোর লক্ষ্যেই স্বর্ণ খনি পুনরুজ্জীবনের এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। কর্নাটকের কোলার স্বর্ণ খনিতে কত পরিমাণ সোনা মজুত রয়েছে তার হিসেবে নিকেশ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত মিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেড। তিন সরকারি আধিকারিক ও রাজ্যের খনি মন্ত্রকের নথি সংক্রান্ত তথ্য উদ্ধৃত করে এ কথা জানিয়েছে সংবাদসংস্থা।
নিষ্ক্রিয় হয়ে পড়া ভারত গোল্ড মাইনসের আর্থিক অবস্থা ও সংস্থার কর্মী ও বিভিন্ন সংস্থার কাছে বকেয়ার পরিমাণ কত, তা জানতে মন্ত্রক লগ্নি ব্যাঙ্ক এসবিআই ক্যাপিটালকে নিয়োগ করেছে। উল্লেখ্য, কোলার স্বর্ণ খনি নিয়ন্ত্রণ রয়েছে ভারত গোল্ড মাইনসের হাতে।
উল্লেখ্য, ভারতে প্রতিবছর প্রচুর পরিমাণে সোনা আমদানি হয়। অপরিশোধিত তেলের পরই ভারতের সবচেয়ে বেশি মূল্যের আমদানিকৃত পণ্য সোনা।
কর্নাটক খনি মন্ত্রকের পদস্থ আধিকারিক বলবিন্দর কুমার বলেছেন, কোলার খনির উত্পাদন শুরু হলে তা সরকারের আমদানির ব্যয় কমানোর ক্ষেত্রে সহায়ক হবে। তিনি আরও বলেছেন, এই খনি থেকে স্বর্ণ উত্তোলনের ক্ষেত্রে জোরাল সম্ভাবনা রয়েছে। প্রাথমিক অনুমানের থেকে অনেক বেশি পরিমাণ সোনা থাকতে পারে।
তবে খনি চালু করতে কত টাকা দরকার হবে, তা জানা যায়নি।
ভারত বছরে ৯০০ থেকে ১০০০ টন সোনা আমদানি করে। কিন্তু দেশে এর উত্পাদন যত্সামান্য। মাত্র ২-৩ টন।
উল্লেখ্য, ব্রিটিশ ভারতে ১৮৮০ সালে কোলার খনিতে উত্পাদন শুরু হয়েছিল। স্বাধীনতার পর ভারত সরকারের হাতে আসে ওই খনি। কিন্তু লাভজনক না হওয়ায় ২০০১-এ ভারত গোল্ড মাইন এই খনি বন্ধ করে দেয়।
এই প্রকল্পের কাজ শুরু করতে প্রয়োজন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন।
ব্রিটিশ আমলের সোনার খনি ফের চালুর কথা ভাবছে সরকার
ABP Ananda, web desk
Updated at:
27 Jan 2017 01:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -