নয়াদিল্লি: পুলওয়ামা সন্ত্রাস হয়েছে গোয়েন্দা ব্যর্থতার জেরেই। একটি প্রথম সারির ইংরেজি ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনের এহেন দাবিকে হাতিয়ার করে কেন্দ্রকে চাপ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের। শীর্ষ কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন, দিল্লি ও সব রাজ্যের রাজধানীতে মাল্টি এজেন্সি সেন্টার (ম্যাক) তৈরি হওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, তার কী হল।








দি উইক পত্রিকায় বেরনো রিপোর্ট উদ্ধৃত করে ইউপিএ জমানার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ম্যাগাজিনের ৩ মার্চের সংস্করণে নানা গোয়েন্দা রিপোর্ট জোগাড় করে জানায়, পুলওয়ামা হামলা গোয়েন্দা ব্যর্থতার ফল। তিনি ট্যুইট করেছেন, ওই ম্যাগাজিনের তোলা অভিযোগের জবাব দেওয়ার দায় সরকারের। সরকারকে ব্যাখ্যা করতে হবে ম্যাকের ভূমিকা কী। দিল্লি, রাজধানীগুলোয় ম্যাক গঠনের কী হল? পুলওয়ামার হামলা ও তার পরের ঘটনাবলী এতটাই গুরুতর যে, তা উপেক্ষা করা যায় না, কয়েকদিন বাদে ভুলে যাওয়ারও নয়।