নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করতে চায়। লোকসানে চলা সরকারি বিমান সংস্থা ও তার দুটি শাখায় নিজের মালিকানা বেচে দেওয়ার ব্যাপারে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বান করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক।
রাষ্ট্রায়ত্ত্ব উড়ান সংস্থার কৌশলগত বিলগ্নীকরণ সংক্রান্ত তথ্য সংক্রান্ত মেমোরেন্ডামে প্রকাশ, এয়ার ইন্ডিয়ায় ৭৬ শতাংশ ইক্যুইটি শেয়ার মূলধন ও পরিচালনা সংক্রান্ত নিয়ন্ত্রণও হাতবদল করতে চায় সরকার। কনসর্টিয়াম গড়ে বিমান সংস্থার ম্যানেজমেন্ট বা কর্মীরা সরাসরি দর দেওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বলে উল্লেখ রয়েছে মেমোরেন্ডামে।
কৌশলগত বিলগ্নিকরণ প্রক্রিয়ার লেনদেন সংক্রান্ত পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে আর্নস্ট অ্যান্ড ইয়ং এলএলপি-কে।
মেমোরেন্ডামে বলা হয়েছে, লেনদেনে সামিল হবে এয়ার ইন্ডিয়া, তাদের লো কস্ট শাখা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এয়ার ইন্ডিয়া স্যাটস এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। শেষোক্ত সংস্থাটি চলছে এয়ার ইন্ডিয়া ও সিঙ্গাপুরের স্যাটস লিমিটেডের যৌথ উদ্যোগে।
২০১৭-র জুনে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি (সিসিইএ) ৫০ হাজার কোটি টাকার বেশি ঋণের বোঝায় ভারাক্রান্ত এয়ার ইন্ডিয়ার কৌশলগত বিলগ্নিকরণে নীতিগত সম্মতি দেয়। তারপরই বিলগ্নিকরণ সংক্রান্ত নির্দিষ্ট কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে একটি মেকানিজম তৈরি হয়। ২০১২ সালে পূর্বতন কেন্দ্রের ইউপিএ সরকার এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনে প্ল্যান চূড়ান্ত করে। কার্যত করদাতাদের অর্থে চলছে বিমান সংস্থাটি।
এদিকে কেন্দ্রের এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ মালিকানা বেচে দেওয়ার সিদ্ধান্তে প্রচণ্ড অখুশি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশটাকেই বেচে দেওয়ার চেষ্টা করছে। এটা হতে দেওয়া যাবে না। মিডিয়া মারফত জেনে দুঃখ হচ্ছে যে, সরকার আমাদের দেশের রত্ন এয়ার ইন্ডিয়া বেচে দেওয়ার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বান করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, সরকার অবিলম্বে সিদ্ধান্তটি প্রত্যাহার করুক।