নয়াদিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) সুদের হার বাড়াল কেন্দ্র। গত সপ্তাহে সুদের হার ২০১৫-২০১৬ বছরের জন্য ৮.৭ শতাংশ অনুমোদন করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কিন্তু তা মানতে চায়নি কর্মী সংগঠনগুলি। অবশেষে তা বেড়ে হল ৮.৮ শতাংশ।

 

হারবৃদ্ধির ঘোষণাটি করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয়। ঘটনাচক্রে আজই কর্মচারী ইউনিয়নগুলি দেশজুড়ে প্রতিবাদের কর্মসূচি নিয়েছিল। কর্মচারীদের অবসরকালীন তহবিল সংক্রান্ত সংস্থা ইপিএফও-র বেঁধে দেওয়া ৮.৮ শতাংশ বা গত আর্থিক বছরে ধার্য হওয়া ৮.৭৫ শতাংশের নীচে এ বছর সুদের হার বেঁধে দেওয়া চলবে না, এহেন হুঁশিয়ারি দিয়েছিল তারা। বাস্তবে তাদের কথাই শুনতে বাধ্য হল সরকার।

দত্তাত্রেয় সাংবাদিকদের বলেন, আমি খুশি যে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২০১৫-২০১৬র জন্য ৮.৮ শতাংশ সুদের হারে রাজি হল।

 

প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার ইপিএফ নিয়ে পিছু হটল কেন্দ্র। এবারের সাধারণ বাজেটে পিএফের তুলে নেওয়া অর্থের একটি অংশের ওপর সুদ বসানোর কথা প্রস্তাব রেখেছিল তারা। কিন্তু ব্যাপক ক্ষোভ, অসন্তোষের চাপে পিছু হটে গত মাসে সেই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়। তারপর কয়েকদিন আগেই পিএফের টাকা তোলার ক্ষেত্রে আগের চেয়ে কঠিন বেশ কিছু নিয়মও তুলে নেয় কেন্দ্র। আর সব শেষে ইপিএফের সুদের হার হ্রাসের রাস্তা থেকে সরতে হল তাদের।