ভারতে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট নয়, বলল কেন্দ্র
Web Desk, ABP Ananda | 29 May 2017 01:45 PM (IST)
নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নয়। সীমান্তের ওপারের মদতে ভারতের মাটিতে সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেটের অনুমতি দেবে না সরকার। বললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। ২০১২ থেকে ক্রিকেট খেলা বন্ধ রয়েছে দুটি দেশের মধ্যে। ভারতে সন্ত্রাসবাদী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এই প্রেক্ষাপটেই দুবাইয়ে ফের ক্রিকেটীয় সম্পর্ক চাল করার সম্ভাবনা খতিয়ে দেখতে বৈঠকে বসছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তারা। তার আগেই গোয়েল আজ বলেন, পাকিস্তানকে কোনও প্রস্তাব দেওয়ার আগে বিসিসিআইয়ের উচিত সরকারের সঙ্গে কথা বলা। সীমান্ত সন্ত্রাসের অবসান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলা সম্ভব নয়, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। যদিও একাধিক দেশকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টের (আইসিসি পরিচালিত প্রতিযোগিতা) ব্যাপারে কিছু বলার নেই আমাদের। প্রসঙ্গত, পাক ক্রিকেট বোর্ডের দাবি, ভারত, পাকিস্তানের মধ্যে হওয়া বোঝাপড়া চুক্তির (মউ) আওতায় ২০১৫ থেকে ২০২৩-এর মধ্যে ৫টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা দু দেশের মধ্যে। কিন্তু ভারত সেই মউ পালন না করায় তাদের আর্থিক লোকসান হয়েছে। ৬০মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮৭ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে বিসিসিআইকে ইতিমধ্যে আইনি নোটিসও পাঠিয়েছে তারা। সূত্রের খবর, যুগ্ম সচিব অমিতাভ চৌধুরির নেতৃত্বে বিসিসিআই কর্তারা পিসিবি-কে বোঝানোর চেষ্টা করবেন যে, সরকারের অনুমতি ছাড়া ক্রিকেট সিরিজ হওয়া সম্ভব নয়। ক্ষতিপূরণের আইনি নোটিস প্রত্যাহারের আবেদনও জানাবেন তাঁরা। পাকিস্তান তাতে রাজি না হলে ক্ষতিপূরণই দিতে হবে বিসিসিআইকে। শ্রীলঙ্কা ক্রিকেট টিমের ওপর সন্ত্রাসবাদী হামলার পর থেকে বেশ কয়েক বছর হল পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় না কোনও দেশ। এমনিতেই আর্থিক সঙ্কটে ভুগছে পিসিবি। ভারতের সঙ্গে ক্রিকেট সিরিজের ওপর অনেকটাই নির্ভরশীল তারা।