নয়াদিল্লি: ভারতে ধর্মীয় স্বাধীনতার প্রসার ঘটানোর উপযোগী কৌশল, পন্থা, ভাবনা, প্রজেক্ট দিলে স্বেচ্ছাসেবী গোষ্ঠীগুলিকে প্রায় ৫ লক্ষ ডলার সহায়তা দেওয়া হবে বলে মার্কিন প্রশাসনের ঘোষণার পর এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চাইল ভারত সরকার। নয়াদিল্লির স্পষ্ট বক্তব্য, যিনিই এ ধরনের কার্যকলাপে সামিল হবেন, তাঁকে দেশের চলতি আইন মেনেই চলতে হবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বলেন, এই সংক্রান্ত রিপোর্ট আমাদের নজরে এসেছে। আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
সাম্প্রতিক কালে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা মাথাচাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। গোরক্ষার নামে তাণ্ডব চালানোর একাধিক ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে সঙ্ঘ পরিবারের শাখা সংগঠনগুলিকে।
গতকাল মার্কিন বিদেশমন্ত্রকের ব্যুরো অব ডেমোক্র্যাসি, হিউম্যান রাইটস অ্যাড লেবার সংস্থা বিজ্ঞপ্তি দিয়ে জানায়, তারা 'ভারতে ধর্মীয় প্ররোচনায় ঘটানো হিংসা ও বৈষম্য, বিভাজন কমাতে' চায়। এজন্য যারা কর্মসূচি নেবে, তাদের ৪,৯৩,৮২৭ মার্কিন ডলার অনুদান দেওয়া হবে। বিদেশ দপ্তরের এক মুখপাত্র আজ বলেন, ভারতে ধর্মীয় মদতে হিংসা, বৈষম্য কমাতে সামাজিক সহনশীলতা বাড়ানো, সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করাই তাঁদের এই কর্মসূচির লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে নেওয়া কর্মসূচিকেই পুষ্ট করবে ওই অনুদানের অর্থ।
ভারতে 'ধর্মীয় স্বাধীনতা', 'সামাজিক সহনশীলতা' বাড়াতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে প্রায় ৫ লক্ষ ডলার অনুদান আমেরিকার, বিস্তারিত তথ্য চাইল নয়াদিল্লি
Web Desk, ABP Ananda
Updated at:
09 Nov 2017 07:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -