নয়াদিল্লি: বাতিল ৫০০, ১০০০ টাকার নোট জমা দেওয়া যাচ্ছে না ব্যাঙ্কে, কেননা অ্যাকাউন্টই নেই! ঘরে পচছে নরেন্দ্র মোদীর ৮ নভেম্বরের ঘোষণার পর অচল হয়ে পড়া বড় অঙ্কের নোট। নিষিদ্ধ হওয়া ওই নোট নিয়ে কী করবেন, কিছুই বুঝতে পারছেন না অসংখ্য মানুষ। এই প্রেক্ষাপটে এবার যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁদের নতুন অ্যাকাউন্ট খুলে দিতে তত্পর হল কেন্দ্রীয় শ্রম ও কর্মনিয়োগ মন্ত্রক। সংগঠিত ও অসংগঠিত, উভয় ক্ষেত্রের আজ পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা শ্রমিক-কর্মচারীদের অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা শাখার সহযোগিতায় দেশজুড়ে অভিযানে নামছে কেন্দ্রীয় শ্রম ও কর্মনিয়োগ মন্ত্রক।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, ২৬ নভেম্বর থেকে দেশের প্রতিটি জেলায় নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ব্যাপারে সাহায্য করতে বিশেষ ক্যাম্প খোলা হবে। সরকার এই ডিজিটাল লেনদেনের রাস্তায় আগের চেয়ে এখন আরও বেশি করে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বান্দারু দত্তাত্রেয় বলেছেন, এ ব্যাপারে সব রাজ্য সরকারকে বার্তা পাঠিয়ে তাদের সক্রিয় সহযোগিতা চেয়েছি আমরা। তিনি জানান, জেলাশাসক, ব্যাঙ্কের মুখ্য জেলা অফিসার, কেন্দ্র ও রাজ্য সরকারের লেবার অফিসারদের নিয়ে গঠিত টিমই ঠিক করবে, সংশ্লিষ্ট জেলার কোথায় কোথায় বিশেষ শিবির বসবে এবং কীভাবে সেগুলি কাজ করবে।
প্রসঙ্গত, আর্থিক কর্মকাণ্ডে দেশবাসীকে সামিল করতে, যাবতীয় আর্থিক লেনদেনে স্বচ্ছতা রাখতে ২০১৪-র সেপ্টেম্বর জনধন যোজনা চালু করে সরকার। তারপর থেকে সারা দেশে ২৫ কোটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মাধ্যমে শ্রমিক শ্রেণির লোকজনকে ব্যাঙ্কিং ও আর্থিক কর্মকাণ্ডের মূল ধারায় নিয়ে আসা হয়েছে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমার পড়ার স্কিমের (ডিবিটি) মাধ্যমেও কোটি কোটি গরিব মানুষ উপকৃত হয়েছে বলে দাবি সরকারের।