নয়াদিল্লি: এবার থেকে বিমানযাত্রীদের টিকিট বুকিংয়ের সময়ই ইউনিক আইডেন্টিটি তথ্য অর্থাত্ আধার, প্যান, পাসপোর্ট নম্বরের কোনও একটি জানাতে হতে পারে। সরকার বিমানযাত্রায় কাগজপত্রের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে চাইছে। কাগজপত্র ছাড়াই বিমানযাত্রার অঙ্গ হিসাবেই যাত্রীদের পরিচিতি সংক্রান্ত তথ্য বুকিংয়ের সময় দেওয়ার ব্যবস্থা চালু হতে চলেছে।


কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহা জানান, তাঁর মন্ত্রক টিকিট বুকিংয়ের সময় 'ডিজিটাল ইউনিক আইডেন্টিফিকেশন' ব্যবস্থা কার্যকর করতে চায়।

বর্তমানে বিমানবন্দরে পা রাখতে গেলেই সরকার স্বীকৃত যে কোনও পরিচয়পত্রের একটি সঙ্গে রাখা নিয়ম। এবার আধার, প্যান, পাসপোর্ট নম্বরের কোনও একটি লাগবে টিকিট কাটার সময়।

কীভাবে এই পরিকল্পনা কার্যকর করা যায়, সে ব্যাপারে প্রস্তাব পাঠানোর জন্য একটি ডিজিটাল ট্র্যাভেলার ওয়ার্কিং গ্রুপও তৈরি করা হয়েছে বলে জানান সিনহা। ৩০ দিনের মধ্যে গ্রুপ একটি শ্বেতপত্র পেশ করবে, নিয়ম চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের থেকে মতামত চাওয়া হবে।

সিনহা অবশ্য জানান, নতুন ব্যবস্থায় আধার বাধ্যতামূলক করা হচ্ছে না। যাত্রীরা বিভিন্ন ডিজিটাল পরিচয়পত্রের একটি হিসাবে আধার বেছে নেওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, জোরাজুরি বা বাধ্য করার ব্যাপার নেই। চাইলে বোর্ডিং পাশ নিয়ে ঢোকার সুযোগও থাকবে যাত্রীদের। তাঁর মন্ত্রক নানা প্রস্তাব খতিয়ে দেখছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য, গোপনীয়তা নিশ্চিত রাখতে পূর্ণাঙ্গ আলোচনা চালানো হবে।