কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মুসলিম উওমেন (প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ম্যারেজ) বিলটি পেশ করবেন। এর ফলে কোনও ব্যক্তি মুখের কথায় বা লিখিতভাবে, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে বা অন্যভাবে শুধু কয়েকটি শব্দ ব্যবহার করে স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন না। বিল পাশে যাতে ঝঞ্ঝাট না হয় তা নিশ্চিত করতে ক্ষমতাসীন দল হুইপ জারি করেছে।
এই বিল বলছে, তিন তালাক উচ্চারণ করে স্ত্রীকে ডিভোর্স দিলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এই প্রথা সাংবিধানিক নৈতিকতা ও লিঙ্গ সমতাকে লঙ্ঘন করছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি স্ত্রীকে তাৎক্ষণিক তালাক দেয়, তবে তার ৩ বছর পর্যন্ত জেল হতে পারে, হবে জরিমানাও।
তবে মৌলবী সহ একাধিক মুসলিম সংগঠন সিয়া, সুন্নি নির্বিশেষে এই বিলের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, এইভাবে মুসলিম ব্যক্তিগত আইনে নাক গলানোর চেষ্টা করছে সরকার।
কয়েকটি মুসলিম মহিলা সংগঠনও জানিয়েছে, নতুন বিল কোরান মেনে না হলে তা মানবে না তারা।