নয়াদিল্লি: দেশে খুচরো মুদ্রার অভাব নতুন নয়। গত কয়েক বছর ধরেই সাধারণ মানুষকে এই সমস্যার মুখে পড়তে হচ্ছে। এবার খুচরোর সঙ্কটের কথা স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার। সমস্যার সমাধানে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে অর্থ মন্ত্রক।

 

মঙ্গলবার রাজ্যসভায় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিংহ বলেছেন, খুচরোর পরিমাণ বাড়ানোর জন্য প্রতি বছর ১,৮০০ কোটি নতুন খুচরো মুদ্রা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, গত তিন বছর ধরে দেশে চাহিদার তুলনায় খুচরোর পরিমাণ অনেক কম। ট্যাঁকশালগুলি প্রতি বছরই খুচরো উৎপাদনের পরিমাণ বাড়িয়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান করা যায়নি। সেই কারণেই এবার প্রচুর পরিমাণে খুচরো উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

অন্য একটি প্রশ্নের জবাবে জয়ন্ত বলেছেন, জাল নোট দেশের অর্থনীতির পক্ষে বিপজ্জনক। সেই কারণে দেশের প্রতিটি ট্যাঁকশালের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। নোট জাল ঠেকানোর লক্ষ্যে সরকার প্লাস্টিকের নোট তৈরি সহ অত্যাধুনিক প্রযুক্তকির সাহায্য নিতে তৈরি বলেও জানিয়েছেন জয়ন্ত।