নয়াদিল্লি: দেশের ফার্স্ট ট্র্যাক স্মার্ট সিটির তালিকায় ঠাঁই পেয়েছে এ রাজ্যের নিউটাউন। ১২টি রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চল এই প্রতিযোগিতার প্রথম পর্বে ওঠে। এরমধ্যে ১৩টি শহর ফার্স্ট ট্র্যাক স্মার্ট সিটির শিরোপা জেতে। কলকাতার নিউটাউন রয়েছে ৬ নম্বরে। এক নম্বরে উত্তরপ্রদেশের লখনউ, দ্বিতীয় স্থানে তেলঙ্গনার ওয়ারাঙ্গল, তিনে হিমাচল প্রদেশের ধর্মশালা, চতুর্থ স্থানে চণ্ডীগড়, পাঁচে ছত্তিসগঢ়ের রায়পুর। এছাড়াও ভাগলপুর, পানাজি,পোর্ট ব্লেয়ার, ইম্ফল, রাঁচি, আগরতলা এবং ফরিদাবাদ শহরের নাম রয়েছে তালিকায়। পরিস্রুত পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ, নিকাশি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্রয়োজনীয় নাগরিক পরিষেবা, পরিবহণ, তথ্যপ্রযুক্তি সংযোগ, ই-গভর্ন্যান্স এবং নাগরিক সচেতনতাকে এই প্রতিযোগিতায় সাফল্যের মাপকাঠি ধরা হয়েছিল। আজ কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এই  ১৩ বিজয়ী শহরের নাম ঘোষণা করেন।





উল্লেখ্য, স্মার্টসিটি মিশনের আওতায় ২০১৫-১৬-তে ২০ টি শহরকে স্মার্টসিটি হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ২০১৬-১৭-তে আরও ৪০ টি শহর বাছাই করা হবে। আগামী অর্থবর্ষে বাকি ৪০ টি শহরের নাম ঘোষণা করা হবে।
স্মার্ট সিটি মিশনের আওতায় দেশের ১০০ টি শহরকে ২০১৯-২০-র মধ্যে স্মার্টসিটি হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য পাঁচ বছর সময়পর্বে কেন্দ্রীয় সরকার ৪৮ হাজার কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে।
ফার্স্ট ট্র্যাক স্মার্ট সিটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ২৩ টি শহর। যে শহরগুলি এবারের তালিকায় এল না সেগুলি পরবর্তী রাউন্ডে অন্যান্য শহরগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।
বিভিন্ন পর্বে বাছাই করা শহরগুলি কেন্দ্রের কাছ থেকে প্রথম বছরে ২০০ কোটি টাকা এবং পরবর্তী তিন বছরে ১০০ কোটি টাকা সাহায্য পাবে। রাজ্য সরকার ও সংশ্লিষ্ট পুরসভাগুলিও সমপরিমাণ অর্থ দেবে।