গ্রেটার নয়ডা: যে সকল সীমান্তরক্ষী সমুদ্রতল থেকে ৯ হাজার ফুট বা তার বেশি উচ্চতায় পাহারা দিচ্ছেন, তাঁদের জন্য এবার এক বিশেষ পদকের ঘোষণা করল কেন্দ্র।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, দুর্গম অঞ্চল এবং প্রতিকূল আবহাওয়াকে হার মানিয়ে যাঁরা দেশের সেবা করে চলেছেন, তাঁদের জন্য বিশেষ হাই-অলটিটিউড মেডেল স্বীকৃতি দেবে কেন্দ্র।

এদিন ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৫৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাহিনীর দফতরে গিয়েছিলেন রাজনাথ। সেখানে তিনি জানান, বিভিন্ন সীমান্ত-বাহিনীর যে সকল জওয়ানরা অধিক উচ্চতায় মোতায়েন রয়েছেন, তাঁদের উদ্বুদ্ধ করতেই এই বিশেষ সম্মানের সিদ্ধান্ত।

এদিন রাজনাথ বলেন, আইটিবিপি জওয়ানরা যে কী পরিমাণ কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করেন, তা তিনি ভালমতোই জানেন। এই প্রসঙ্গে তিনি লাদাখ সীমান্তে মোতায়েন এই জওয়ানের কথাও উল্লেখ করেন।

তিনি জানান, এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জওয়ানদের মনোবল অটূট থাকে। তা যাতে বজায় থাকে, তার জন্য কেন্দ্র সবসময় ভাবনাচিন্তা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, এবার থেকে জঙ্গি নিকেশ ও সমাজবিরোধী অভিযানে যে সব জওয়ান শহিদ হবেন, তাঁদের পরিবার প্রতি ক্ষতিপূরণ ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ করা হয়েছে।

পাশাপাশি, সীমান্তে যাঁরা শহিদ হচ্ছেন, তাঁদের ক্ষতিপূরণের পরিমাণ ১৫ লক্ষ থেকে বাড়িয়ে ৩৫ লক্ষ করা হয়েছে।

এখানে বলে রাখা প্রয়োজন, ৯০ হাজার জওয়ান সমৃদ্ধ আইটিবিপিকে চিন সীমান্তে মোতায়েন করা হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্তের পাহারা দেওয়া তাদের দায়িত্ব।

জম্মু ও কাশ্মীরের কারাকোরম পাস থেকে শুরু করে অরুণাচল প্রদেশের জেচাপ লা পর্যন্ত পাহারা দেয় আইটিবিপি। উল্লখ্য, এর মধ্যে অধিকাংশ অঞ্চলই সমুদ্রতল থেকে ৯ হাজার ফুট থেকে শুরু করে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত।