নয়াদিল্লি: এখনকার এপ্রিল- মার্চ অর্থবর্ষের বদলে নতুন অর্থবর্ষ চালুর কথা ভাবছে কেন্দ্র। বিষয়টি খতিয়ে দেখতে প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা শঙ্কর আচার্যের নেতৃত্বে একটি কমিটি তৈরি করেছে তারা। ডিসেম্বরে এই কমিটি রিপোর্ট পেশ করবে, তাতে নতুন অর্থবর্ষ চালুর পক্ষে- বিপক্ষে যাবতীয় তথ্য দেওয়া থাকবে। আচার্য ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন প্রাক্তন মুখ্য সচিব কে এম চন্দ্রশেখর, তামিলনাড়ুর প্রাক্তন অর্থ সচিব পি ভি রাজারামন ও সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো রাজীব কুমার।
এই কমিটির কাজ হল, কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বর্তমান রোজগার ও খরচের হিসেবের প্রেক্ষিতে নতুন আর্থিক বছর চালুর উপযোগিতা খতিয়ে দেখা। তা ছাড়া বছরের বিভিন্ন সময়ে যে নানারকম শস্য উৎপাদন হয়, তার ওপরেও এই নয়া অর্থবর্ষ কেমন প্রভাব ফেলবে তা বিচার করা হবে। ব্যবসা, কর ব্যবস্থা, পরিসংখ্যান, তথ্য সংগ্রহ ও বাজেটের কাজকর্মে আইনগত সুযোগসুবিধের ওপরেও এর প্রভার বিশ্লেষণ করা হবে। বর্তমানের এপ্রিল- মার্চ অর্থবর্ষ পরিবর্তনের সুপারিশ করে এর আগে যে সব সমীক্ষা হয়েছে, খতিয়ে দেখা হবে সেগুলিও।
এত কিছু পরীক্ষানিরীক্ষার পর কমিটি সুপারিশ করবে, ঠিক কোন সময় থেকে অর্থবর্ষ চালু করলে তা দেশের পক্ষে সবথেকে সুবিধেজনক হবে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেবে তারা। আলোচনা হবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি দফতরগুলির সঙ্গেও।
চালু হতে পারে নতুন অর্থবর্ষ, কমিটি তৈরি করল কেন্দ্র
ABP Ananda, web desk
Updated at:
07 Jul 2016 03:44 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -