নয়াদিল্লি: সাবান, জামা কাপড় কাচার ডিটারজেন্ট পরীক্ষা করার জন্য আর ব্যবহার করা যাবে না নিরীহ প্রাণীদের। এমনটাই জানাল পশু অধিকার বিভাগ।
‘পিওপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ এনিম্যাল’ (পেটা)-এর দাবি, তারা আরটিআই-এর মাধ্যমে পরিবেশ মন্ত্রকের অধীনস্থ ‘কমিটি ফর দ্য পারপাস অফ কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এক্সপেরিমেন্টস্ অন অ্যানিম্যাল’এর সম্প্রতি জারি করা এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি সংগ্রহ করেছেন। সেই বিজ্ঞপ্তিতে প্রাণীদের ওপর আর সাবান, ডিটারজেন্টের পরীক্ষা করার ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে।
পেটা জানিয়েছে, এ সংক্রান্ত চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৪ তে। ওই সময় পেটা ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)-র সঙ্গে এ ব্যাপারে সাফল্যের সঙ্গে কাজ করেছিল। তত্কালীন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী এই উদ্যোগ সমর্থন করেছিলেন।
তবে দেশের বাইরে উত্পাদিত এইসব জিনিস পত্রের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর নয়।
পেটা ইন্ডিয়ার গবেষক দীপ্তি কপূর জানিয়েছেন, তিনি দেশের মানুষের কাছে সেইসব সংস্থার জিনিস ব্যবহার করার আর্জি জানাচ্ছেন, যেগুলি পেটার তালিকায় ‘নিষ্ঠুরতা মুক্ত’ হিসাবে চিহ্নিত রয়েছে।
পেটা আরও জানিয়েছেন, বিশ্বের প্রায় ২০০০ কোম্পানি এই নৃশংস পরীক্ষা ব্যবস্থা আর ব্যবহার করে না। নতুন পরীক্ষা ব্যবস্থা নিয়েছে তাঁরা। কিন্তু এখনও সবখানে এই পদ্ধতি গ্রহণ করা হয়নি। এখনও কিছু কিছু জায়গায় জোর করে প্রাণীদের ইঞ্জেকশন দিয়ে, মুখে জোর করে ঢুকিয়ে, চোখের মধ্যে জোর করে ঢুকিয়ে দিয়ে নৃশংশভাবে এই পরীক্ষা করা হয়।
ভারতে এবার নিষিদ্ধ করা হল তা।
প্রাণীদের ওপর সাবান, ডিটারজেন্ট-এর পরীক্ষা আর নয়, জানাল পেটা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Apr 2016 04:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -