নয়াদিল্লি: বেসরকারি ডালমিয়া ভারত গোষ্ঠীর হাতে ঐতিহাসিক স্থাপত্য লাল কেল্লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিল কেন্দ্র। ৪ বছরের জন্য ২৫ কোটি টাকার বিনিময়ে এই দায়িত্ব পেয়েছে তারা। চাইলে তারা দুর্গের ভেতরে তাদের ব্র্যান্ডের প্রচারও করতে পারবে।
ডালমিয়া ভারত টুইট করে জানিয়েছে, হেরিটেজকে দত্তক নেওয়া প্রকল্পে এই সুযোগ পেয়েছে তারা। এ নিয়ে কেন্দ্রের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। শুধু লাল কেল্লা নয়, অন্ধ্র প্রদেশের কাড়াপার গান্ডিকোটা দুর্গরও তারা রক্ষণাবেক্ষণ করবে।
[embed]https://twitter.com/DalmiaBharat/status/988681145175822337[/embed]
চুক্তিমত, ডালমিয়া গোষ্ঠী ঐতিহাসিক এই স্থাপত্যের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করবে। তবে প্রতি ১৫ অগাস্টের আগে কেল্লার অধিকার নিরাপত্তা সংস্থাগুলির হাতে তুলে দেবে তারা। ওই দিন প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। ২৩ জুলাইয়েও একই পদক্ষেপ করা হবে।
যদিও কেন্দ্রের এই সিদ্ধান্ত বিরোধীরা ভাল চোখে দেখছে না। বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ও আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব প্রশ্ন করেছেন, সরকার লাল কেল্লাটাকেই বেচে দিতে চাইছে কিনা!
[embed]https://twitter.com/yadavtejashwi/status/989892604383854592[/embed]
লাল কেল্লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডালমিয়া ভারত গোষ্ঠীর হাতে তুলে দিল কেন্দ্র
ABP Ananda, Web Desk
Updated at:
28 Apr 2018 02:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -