নয়াদিল্লি: আগে কথায় ছিল কিছু না থাক যে কোনও মধ্যবিত্ত পরিবারের মানুষ ডাল, ভাত আর আলু সিদ্ধ খেয়েই দিন কাটিয়ে দিতে পারেন। কিন্তু বেশ কয়েক বছর ধরেই মধ্যবিত্তের প্রতিদিনের তালিকায় থাকা বিভিন্ন ধরনের ডালের দাম ঊর্ধ্বমুখী। এবার সরকারি হস্তক্ষেপে সেই দামে কিছুটা লাগাম পড়তে চলেছে। কিন্তু আগামী পনেরো দিনের আগে তার প্রভাব পাওয়া যাবে না খুচরো বাজারে।


 

কৃষি বিশেষজ্ঞ ও ট্রেড অ্যানালিস্টদের দাবি, সরকারি বেশ কিছু পদক্ষেপ ডালের দামে লাগাম টানতে পারলেও, তা আবার কয়েকদিনের মধ্যেই বেড়ে যাবে। কারণ চাহিদা ও জোগানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এখন যেহেতু ডালের উৎপাদন কমে গেছে, তাই অনেকটাই ভারতকে নির্ভর করতে হচ্ছে আমদানীর ওপর, যা মোটের ওপর দাম বৃদ্ধির অন্যতম কারণ।

 

সম্প্রতিই কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বেই তারা যেন সেই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করে, যারা ইচ্ছাকৃতভাবে গুদামে ডাল মজুদ রেখে খুচরো বাজারে বেশি দামে ছাড়ে। অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই খোলা বাজারে অড়হর ডালের দাম প্রায় প্রতি কুইন্ট্যালে ৩০০ টাকা পড়ে গিয়েছে। খুচরো বাজারেও গত বছরের তুলনায় প্রায় প্রতি কেজিতে বেশ কিছুটা দাম কমেছে অড়হর ডালের।

 

তবে সরকারি হস্তক্ষেপে সাময়িকভাবে ডালের দাম কমলেও, দীর্ঘ সময়ের জন্য সেই দাম ধরে রাখতে সরকারকে আরও কড়া পদক্ষেপ গ্রহণের ভাবনা-চিন্তা করতে হবে বলে মনে করেন অর্থনীতিবীদরা।