নয়াদিল্লি: দিল্লি-হাওড়া ও দিল্লি-মুম্বই রুটে ট্রেনের গতি বাড়িয়ে প্রতি ঘণ্টায় ১৬০ কিমি করার যে প্রস্তাব দিয়েছিল রেল, তাতে সম্মতি জানাল কেন্দ্রীয় সরকার। এর ফলে দিল্লি-হাওড়া রুটে ট্রেনের যাত্রাপথের সময় পাঁচ ঘণ্টা কমবে। দিল্লি-মুম্বই রুটে যাত্রার সময় সাড়ে তিন ঘণ্টা কমবে। শুধু যাত্রার সময়ই নয়, পরিষেবা আরও উন্নত করা এবং সুরক্ষা বৃদ্ধিও সরকারের লক্ষ্য।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রেলমন্ত্রকের ১০০ দিনের কাজের পরিকল্পনার অঙ্গ হিসেবেই দিল্লি-হাওড়া ও দিল্লি-মুম্বই রুটে ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করাই সরকারের লক্ষ্য। দিল্লি-মুম্বই রুটে এই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে, ৬,৮০৬ কোটি টাকা। দিল্লি-হাওড়া রুটে খরচ ধরা হয়েছে ৬,৬৮৫ কোটি টাকা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লি থেকে হাওড়া ও মুম্বই রুটে ট্রেনের গতি বাড়িয়ে ঘণ্টায় ১৬০ কিমি করার প্রস্তাবে সম্মতি সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2019 06:55 PM (IST)
এর ফলে দিল্লি-হাওড়া রুটে ট্রেনের যাত্রাপথের সময় পাঁচ ঘণ্টা কমবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -