নয়াদিল্লি: ছাত্রদের পরীক্ষার ফি থেকে ক্যান্টিনের খরচ। অধ্যাপকদের বেতন থেকে রোজকার কেনাকাটা। আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে কোনও ক্ষেত্রেই আর নগদ লেনদেন নয়, সব লেনদেন হবে ক্যাশলেস। নির্দেশ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের। সেই নির্দেশের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্ডদের উদ্দেশে এই মর্মে চিঠি পাঠিয়েছেন ইউজিসি-র সচিব। চিঠিতে বলা হয়েছে, যে কোনও রকম লেনদেন অনলাইনে করতে সবাই যাতে ভিম অ্যাপ ব্যবহার করতে পারেন, তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রতিমাসে এবিষয়ে রিপোর্ট পাঠাতে হবে ইউজিসিকে। সেই কাজ দেখাশোনার জন্য নিয়োগ করতে হবে একজন নোডাল অফিসার।