নয়াদিল্লি: ১০টির বেশি বাতিল হওয়া নোট হেফাজতে রাখলে হতে পারে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা। এই মর্মে নির্দেশিকা জারি করল কেন্দ্র।


বাতিল হওয়া পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহার করে ‘সমান্তরাল অর্থনীতি চালনা’ রুখতে গতমাসেই সংসদে পাশ হয়েছে দ্য স্পেসিফাইড ব্যাঙ্ক নোটস (সিজেশন অফ লায়াবিলিটি) অ্যাক্ট।


গত ২৭ তারিখ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্বাক্ষরিত ওই আইনে বলা হয়েছে, কোনও সাধারণ ব্যক্তির কাছ থেকে যদি দশটির বেশি অথবা গবেষণা এবং সংগ্রহের জন্য ২৫টির বেশি পুরনো বাতিল হওয়া নোট উদ্ধার হয়, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে ন্যূনতম ১০ হাজার বা নোটের মূল্যের পাঁচগুণ জরিমানা দিতে হবে।


পাশাপাশি, নোট বাতিলের সময়ে যাঁরা বিদেশে ছিলেন, তাঁরা যদি ভুল বা অসত্য ঘোষণাপত্র দাখিল করেন, তাহলে সেক্ষেত্রেও সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করার প্রস্তাবও দেওয়া হয়েছে। একইসঙ্গে, বাতিল হওয়া নোটের দায়িত্ব থেকে সরকার বা রিজার্ভ ব্যাঙ্ককে মুক্ত করা হয়েছে আইনে।