নয়াদিল্লি: পেমেন্ট অফ গ্র্যাচুইটি (সংশোধনী) বিল আজ রাজ্যসভায় পাশ হয়ে গেল। এর আগে গত বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গিয়েছিল এই বিল। ফলে ১০ লক্ষ টাকা থেকে বেড়ে ২০ লক্ষ টাকা গ্র্যাচুইটি করমুক্ত হয়ে গেল। একইসঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষমতাও দেওয়া হল সরকারকে। এখন থেকে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ঠিক করতে পারবে সরকার।

আজ রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানান, সকালে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। গ্র্যাচুইটি সংক্রান্ত বিল পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গঙ্গওয়ার বিল পেশ করেন। ধ্বনিভোটে বিলটি পাশ হয়ে যায়। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে বলেছেন, ‘সংসদে জনস্বার্থ বিষয়ক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে গিয়েছে। এর ফলে লক্ষ লক্ষ ভারতীয়র উপকার হবে।’