নয়াদিল্লি: ক্যাশলেস ইকনমির লক্ষ্যে বসতে পারে ক্যাশ ট্যাক্স। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন প্রস্তাব দিয়েছে, ব্যাঙ্ক থেকে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা তুললে তার ওপর কর বসানো যেতে পারে। এর ফলে আরও বেশি সংখ্যক মানুষ টাকায় লেনদেনের বদলে কার্ডে কেনাকাটা করতে উৎসাহী হবেন বলে তাদের ধারণা।

২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত দেশে চালু ছিল ব্যাঙ্কিং ক্যাশ ট্রানজ্যাকশন ট্যাক্স। কোনও ব্যক্তি যদি ব্যাঙ্কের ননসেভিংস অ্যাকাউন্ট থেকে দিনে ৫০,০০০-এর বেশি টাকা তুলতেন বা কোনও প্রতিষ্ঠান ১ লাখের বেশি টাকা তুলত, তবে তার ওপর ০.১ শতাংশ কর বসত। ২০০৯-এর পয়লা এপ্রিল এই নিয়ম প্রত্যাহার করা হয়। এনডিএ সরকার বিবেচনা করে দেখছে, টাকার ব্যবহার কমাতে সেই করব্যবস্থাই একটু এদিক ওদিক করে চালু করা যায় কিনা।

যদি সরকার এই প্রস্তাব মেনে নেয়, তবে পয়লা ফেব্রুয়ারির বাজেট বক্তৃতায় এ ব্যাপারে ঘোষণা হতে পারে।

নভেম্বরের শুরুতে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের পর ডিজিটাল ইকনমিকে জনপ্রিয় করতে একের পর এক পদক্ষেপ করেছে কেন্দ্র। কালো টাকা নিয়ে যে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠিত হয়েছে, তারা ইতিমধ্যেই প্রস্তাব করেছে, ৩ লাখের ওপর টাকার লেনদেন নিষিদ্ধ করা হোক, কোনও ব্যক্তি যেন ১৫ লাখের বেশি টাকা নিজের কাছে রাখতে না পারেন।

তবে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন জানাচ্ছে, ব্যাঙ্ক থেকে কে কত টাকা তুলছেন, তার ওপর নজর রাখার কোনও ব্যবস্থা এই মুহূর্তে নেই, শুধু সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ছাড়া।