নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর সামনে কেঁদে ফেলে প্রধান বিচারপতি টি এস ঠাকুর আর্জি জানিয়েছিলেন, ৩ কোটির বেশি জমে থাকা মামলা সামলাতে আরও ৪০,০০০ বিচারক নিয়োগ করা হোক। তখন সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে বিচলিত দেখালেও প্রধান বিচারপতির দাবি কিন্তু কার্যত খারিজ করে দিল কেন্দ্র। জানিয়ে দিল, কেন এত বিপুল সংখ্যক বিচারক লাগবে, তার কোনও বিজ্ঞানসম্মত তথ্য নেই।
কেন্দ্রীয় আইনমন্ত্রী ভি সদানন্দ গৌড়া মন্তব্য করেছেন, এ ব্যাপারে আইন কমিশন ১৯৮৭-তে যে মন্তব্য করে, তা করা হয়েছিল বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতামতের ওপর নির্ভর করে। এখনও পর্যন্ত এর কোনও বিজ্ঞানসম্মত ডেটা নেই। ফলে এ ব্যাপারে বেশি কিছু বলা যাবে না। এনডিএ সরকারের দু’বছরে কেন্দ্র বিচারক নিয়োগ নিয়ে অকারণে গড়িমসি করছে বলে যে অভিযোগ, তাও উড়িয়ে দিয়েছেন তিনি। গৌড়ার দাবি, সুপ্রিম কোর্টে চারজন বিচারপতি নিয়োগপ্রক্রিয়ায় মাত্র ছদিনের মধ্যে ছাড়পত্র দিয়েছে তাঁদের সরকার। বিভিন্ন হাইকোর্টে ১৭০জন বিচারপতি নিয়োগেরও প্রক্রিয়া চলছে।

এই মুহূর্তে ভারতে প্রতি দশলক্ষ মানুষ প্রতি বিচারকের সংখ্যা মাত্র ১০.৫ জন, সংখ্যাটি বিশ্বের মাপকাঠিতে একেবারে নীচের দিকে।